প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনলাাইনে বিভিন্ন ধরণের গল্পের বই, যেমন- রুপকথার গল্পের বই, ভুতের গল্পের বই, কৌতুকের বই ইত্যাদি বিক্রয় করা বা কোনো কোম্পানীর সাথে যুক্ত হয়ে এসব বিক্রয়ে সাহায্য করা কি ইসলামে হালাল?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যদি বইগুলো এমন বিষয়ে হয় যে, তাতে সরাসরি দ্বীনের বিরুদ্ধে লেখা হয়েছে বা এমন বিষয়ে লেখা হয়েছে, যার মাধ্যমে মানুষ অহেতুক সময় নষ্ট করবে এবং দ্বীন থেকে দূরে সরে যাবে। তাহলে এমন বই বিক্রি করা বা কোনোভাবে তার প্রচার-প্রসারের সাথে সম্পৃক্ত থাকা যাবে না । কেননা অন্যায় করা এবং অন্যায়ের সহযোগিতা করা উভয়টাই নিষিদ্ধ।
আল্লাহ তাআলা বলেন,
وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب
অর্থঃ
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। (সুরা মায়িদা, আয়াত: ০২)
অন্য এক আয়াতে আল্লাহ বলেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين
অর্থঃ
কতক মানুষ এমন, যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য খরিদ করে এমন সব কথা, যা আল্লাহ সম্পর্কে উদাসীন করে দেয় এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। (সুরা লুকমান, আয়াত: ০৬)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26287/article-details.html