প্রশ্ন
আমি পরিবারসহ একটি অমুসলিম রাষ্ট্রে বসবাস করি। আমি পড়াশোনা করতাম। বাবার ইনকাম দিয়েই আমাদের পরিবার চলত। কিছুদিন আগে হঠাৎ আব্বু অসুস্থ হয়ে মারা যান। এখন পরিবারের ভরণপোষণের জন্য পড়াশোনার পাশাপাশি আমাকে হোম ডেলিভারির কাজ করতে হয়। সেখানে প্রায়ই বিভিন্নজন মদ বিয়ার বা এজাতীয় হারাম পানীয় অর্ডার করে। অর্ডারকারীরা সাধারণত অমুসলিমই হয়ে থাকে। জানার বিষয় হল, অমুসলিমদের কাছে এসব হারাম বস্তু ডেলিভারির মাধ্যমে যে অর্থ আমি আয় করি তা কি আমার জন্য হালার হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মদ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন-
لَعَنَ اللهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ.
অর্থাৎ আল্লাহর লানত মদের ওপর, তা যে পান করে তার ওপর, যে পান করায় তার ওপর, যে বিক্রি করে তার উপর এবং যে খরিদ করে তার ওপর, যে তা নিংড়ায় তার ওপর এবং যার নির্দেশে নিংড়ায় তার ওপর, যে তা বহন করে এবং যার জন্য বহন করে সকলের ওপর। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৭৪)
তাই অমুসলিমদের কাছেও মদ ডেলিভারি করা জায়েয হবে না। আপনাকে শরীয়তসম্মত কোনো চাকরি অথবা জীবিকা নির্বাহের জন্য কোনো হালাল উপায় অনুসন্ধান করতে হবে। এমন কোনো চাকরির ব্যবস্থা হয়ে গেলে এ চাকরিটি ছেড়ে দিতে হবে। এর আগ পর্যন্ত যদি জীবিকা নির্বাহের জন্য আপাতত এ চাকরিটি করতে হয়, তাহলে সেক্ষেত্রে এর জন্য তাওবা-ইস্তিগফার করতে থাকবেন। এবং হালাল রোযগারের ব্যবস্থা হওয়া মাত্রই এ চাকরিটি ছেড়ে দেবেন।
-কিাতবুল আছল ৪/১৭; আদ্দুররুল মুখতার ৬/৩৯১; আলমুহীতুল বুরহানী ১১/৩৪৫; আলমুহীতুর রাযাবী ৬/৫৩৭; রদ্দুল মুহতার ৬/৩৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26243&preview=true