প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রী মা শা আল্লাহ পর্দা করে। হাত মোজা পা মোজা ও পড়ে। কিন্তু হাত মোজা শুধু কবজি ঢাকে, আঙুল খোলা থাকে। বলে আঙুল খোলা রাখা নাকি জায়েয। তাকে বলার পরেও সে যদি উদাসীন থাকে তাহলে কি আমি দাইয়্যুস হব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার স্ত্রীর কথা ভুল। আঙ্গুলও নারীর পর্দার অন্তর্ভূক্ত। সুতরাং তা খোলা রাখা জায়েজ নাই। তাই তাকে ভালোভাবে বুঝানোর চেষ্টা করুন। এরপরও যদি তিনি না মানেন তাহলে সম্পূর্ণ দায় তার ওপরথাকবে। ইনশাআল্লাহ এর কারণে আপনি দাইয়্যুসের কাতারে পড়বেন না। কেননা হাদিসের পরিভাষায় যে ব্যক্তি তার স্ত্রী ও পরিবারের লোকদেরকে পাপা কাজ থেকে বাধা দেয় না তাকে দাইয়্যুস বলে। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
وَالدَّيُّوثُ الَّذِىْ يُقِرُّ فِى اَهْلِهِ الْخَبَثَ
অর্থ: “আর দাইয়ুস, ওই ব্যক্তি যে পাপ কাজে নিজ পরিবারকে বাধা দেয় না।” (মুসনাদ আহমাদ, হাদিস: ৫৩৭২)
কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ وَاِنۡ تَدۡعُ مُثۡقَلَۃٌ اِلٰی حِمۡلِہَا لَا یُحۡمَلۡ مِنۡہُ شَیۡءٌ وَّلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ؕ
অর্থঃ কোন ভার বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং যার উপর ভারী বোঝা চাপানো থাকবে সে অন্য কাউকে তা বহন করার জন্য ডাকলে, তা থেকে কিছুই বহন করা হবে না যদিও সে (অর্থাৎ যাকে বোঝা বহনের জন্য ডাকা হবে সে) কোন নিকটাত্নীয় হয়।(সূরা ফাত্বির, আয়াত: ১৮)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26187&preview=true