প্রশ্ন
কোনো ছেলে-মেয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করলে তা কি শুদ্ধ হবে? আমাদের গ্রামের দুইজন ছেলে-মেয়ে এভাবে বিবাহ করে ঘরসংসার করছে। জানতে চাই, এরা এখন কী করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, কোনো ছেলে-মেয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করলে তা শুদ্ধ হবে না।
কারণ বিবাহ সহিহ হওয়ার জন্য কমপক্ষে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল হওয়া জরুরি।
এ ছাড়া বিবাহ সহিহ হয় না।
তাই উল্লিখিত ছেলে-মেয়ের বিবাহ সহিহ হয়নি।
যেহেতু তাদের বিবাহ সহিহ হয়নি সেহেতু তাদের একে অপরের সাথে একসাথে থাকা যিনা হিসেবে ধর্তব্য হবে।
সুতরাং অবিলম্বে তাদের উভয়ের পৃথক হয়ে যাওয়া জরুরি।
এরপর তারা চাইলে শরিয়তের নিয়মানুযায়ী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
ইলাউস সুনান ১১/১৭; ফাতহুল কাদীর ৩/১১০; আলবাহরুর রায়েক ৩/৮৭; আদ্দুররুল মুখতার ৩/২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1853/article-details.html