প্রশ্ন
আমি ঢাকা চাকরি করি। আমার বাসা চিটাগাং।কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার জন্য আমি সাধারণত রাতে রওনা করে থাকি। ফজরের ওয়াক্ত হওয়ার সময় আমি গাড়িতেই থাকি। ফজরের ওয়াক্ত হওয়ার ঘণ্টাখানেক আগে মাঝপথে হোটেলে বিরতি দেয়। হোটেলে নেমে ওযু করে নিই। বিরতি শেষে গাড়িতে উঠে ফজরের নামাযের অপেক্ষা করতে থাকি। ওয়াক্ত হলে সুপার ভাইজারকে নামাযের জন্য গাড়ি থামাতে বললে খুব সামান্য সময়ের জন্য গাড়ি থামায়। কিন্তু্ এই সময়ে সুন্নত পড়া যায় না। শুধু ফরজ পড়া যায়। তো যেহেতু আমার ওযু থাকেই, আর গাড়ি থেকে নেমে সুন্নতের সময় পাওয়া যায় না, তাই গাড়িতে বসেই ফজরের সুন্নত আদায় করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, এক্ষেত্রে আপনি গাড়িতে বসে ফজরের সুন্নত আদায় করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। তবে ফজরের সুন্নত অন্যান্য সুন্নতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই ওজর ছাড়া তা বসে আদায় করা থেকে বিরত থাকতে হবে।
-আলমুহীতুল বুরহানী ২/৪২৬; শরহু মুখতাসারিল কারখী ১/৪৯৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৫১; মুখতারাতুন নাওয়াযেল ১/৩৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26165&preview=true