প্রশ্ন
কয়েক মাস পূর্বে আমার ফুফুর একটি সন্তান জন্মের পর পর মারা যায়। তখন মৃত নবজাতককে গোসল দিয়েই দাফন করা হয়। পরবর্তীতে একজন আলেম বললেন যে, আপনাদের এ কাজটি উচিত হয়নি। নবজাতক মারা গেলে প্রথমে তার নাম রেখে তারপর তার জানাযা পড়া উচিত।এই আলেমের কথা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, ওই আলেম ঠিক বলেছেন। কোনো সন্তান জীবিত ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে তার নাম রাখা ও গোসল দেওয়ার পর জানাযা পড়া আবশ্যক। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে জানাযা না পড়া অন্যায় হয়েছে। সাহাবী হযরত জাবের (রা.) থেকে বর্ণিত আছে , রাসূলুল্লাহ (সা.) বলেন-
إِذَا اسْتَهَلّ الصّبِيّ صلي عليه وورث.
জন্মের পর শিশু ক্রন্দন করলে (অর্থাৎ জীবিত অবস্থায় জন্মগ্রহণ করার পর মারা গেলে) তার জানাযা পড়া হবে এবং তার সাথে মিরাসের বিধানও জারি হবে। (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৬০৩২)
– আদ্দুররুল মুখতার ২/২২৭; আলবাহরুর রায়েক ২/১৮৮; আলমুহীতুল বুরহানী ৩/৪৯; বাদায়েউস সানায়ে ২/৪৯; উয়ূনুল মাসাইল, পৃ. ৩২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26139/article-details.html