প্রশ্ন
আমি বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার পরিবার নাকি তার অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তাই সে আমার সাথে সংসার করতে চা্য়। এখন সে আমার কাছে তালাক চাচ্ছে। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে আমার কাছে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করে।
যেহেতু তার কারণে খোলা তালাক দিতে হয়েছে এক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়া আামার উপর আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে খোলা তালাক যেহেতু শুধু মোহরের বিনিময়ে হয়েছে; “ইদ্দত চলাকালীন ভরণপোষণও তাকে দেওয়া হবে না” এমন কোনো শর্তে খোলা করেনি, তাই এক্ষেত্রে ইদ্দত পালনকালে তার ভরণপোষণ দেওয়া আপনার ওপর জরুরি।
তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
لِلْمُخْتَلِعَةِ السُّكْنَى وَالنَّفَقَةُ.
খোলাকারিণী মহিলা (ইদ্দত চলাকালীন) বাসস্থান ও ভরণপোষণ পাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৮৮১১)
-আদ্দুররুল মুখতার ৩/৪৫২; ফাতহুল কাদীর ৪/৭৬; কিতাবুল আছল ১০/৩৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৯; ফাতাওয়া খানিয়া ১/৫৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26119&preview=true