প্রশ্ন
আলহামদুলিল্লাহ আমি গত বছর হজ্ব পালন করি। আমি আমার পূর্ব অভ্যাস অনুযায়ী হাতে আংটি পরেই হজ্বে চলে যাই। হজ্বের পুরো সময় আংটি আমার হাতেই ছিল। হজ্ব শেষে এক সফরসঙ্গী বললেন, ইহরাম অবস্থায় নাকি আংটি পরা যায় না। তার এ কথা ঠিক হয়ে থাকলে আমার হজ্বে কি কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় আংটি পরা জায়েয আছে। এতে কোনো সমস্যা নেই। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন-
لاَ بَأْسَ بِالْخَاتَمِ لِلْمُحْرِمِ.
অর্থাৎ ইহরাম অবস্থায় আংটি পরতে কোনো অসুবিধা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৪২৭)
– আদ্দুররুল মুুখতার ২/৪৯১; তাবয়ীনুল হাকায়েক ২/২৬২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১২২; আলমুহীতুর রাযাবী ২/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26112&preview=true