প্রশ্ন
আমাদের এলাকায় কেউ মারা গেলে তার জানাযার নামায এলাকার বড় মসজিদে হয়ে থাকে। মসজিদের মেহরাব বরাবর সামনে খালি জায়গা আছে। জানাযার নামাযের সময় সেখানে মাইয়েতকে রাখা হয় আর ইমাম ও মুসল্লিরা মসজিদে দাঁড়ায়। কিছু দিন আগে আমি একজন আলেমকে বলতে শুনেছি যে, মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ। এখন জানার বিষয় হল, আমাদের এলাকায় বড় মসজিদ ছাড়া জানাযার নামায পড়ার মতো কোনো জায়গা নেই। এখন উক্ত আলেমের কথা সঠিক হয়ে থাকলে এক্ষেত্রে আমাদের করণীয় কী? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জানাযার নামায মসজিদের বাইরে জানাযাগাহে বা মাঠে-ময়দানে পড়াই নিয়ম। এটিই সুন্নাহসম্মত পদ্ধতি। রাসূলুল্লাহ (সা.)-এর সময়ও জানাযার নামায মসজিদের বাইরে পড়া হত। মসজিদে নববীর পাশে একটি খালি জায়গা ছিল, রাসূলুল্লাহ (সা.) সেখানে জানাযার নামায পড়তেন। (মুয়াত্তা মুহাম্মাদ, পৃষ্ঠা ২৪৮)
অতএব, মসজিদের বাইরে জানাযার নামায পড়ার সুযোগ থাকলে মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ।
তবে কোনো কোনো ফকীহের মতে, লাশ মসজিদের বাইরে থাকলে মসজিদের ভেতর জানাযার নামায পড়া জায়েয আছে; মাকরূহ নয়। সুতরাং আপনাদের এলাকায় মসজিদের বাইরে জানাযার নামায পড়ার ব্যবস্থা না থাকলে মসজিদের বাইরে অবস্থিত মেহরাবের সামনের জায়গায় লাশ রেখে মসজিদের ভেতর জানাযার নামায পড়তে পারবেন।
-রদ্দুল মুহতার ২/২২৪; আলমাবসূত, সারাখসী ২/৬৮; ফাতহুল কাদীর ২/৯০; আলমুহীতুর রাযাবী ১/৪৬৩; হালবাতুল মুজাল্লী ২/৬১৪; জামিউল মুযমারাত ২/২৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26096/article-details.html