প্রশ্ন
আলহামদুলিল্লাহ আমি উমরায় এসেছি। মক্কায় এখন শীতের মৌসুম চলছে। প্রথমদিন রাতে মক্কায় পৌঁছি। ভোরে হারাম শরীফে যাওয়ার সময় ইহরামের কাপড়ের ওপর আরেকটি চাদর পরিধান করি। তাই শীতের তীব্রতা বেশি থাকায় জ্যাকেটের হাতার মধ্যে হাত না ঢুকিয়ে কেবল গায়ে জড়িয়ে তার ওপর চাদর পরে হারাম শরীফে যাই। তো এভাবে জ্যাকেট গায়ে জড়ানোর কারণে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু জ্যাকেটের হাতার ভেতর হাত প্রবেশ করাননি; বরং তা চাদরের মতো শুধু গায়ে জড়িয়ে রেখেছেন, তাই এর দ্বারা আপনার ওপর কোনো জরিমানা আবশ্যক হবে না।
হাসান বসরি (রাহ.) ও আতা (রাহ.) থেকে বর্ণিত আছে-
أَنَّهُمَا لَمْ يَرَيَا بَأْسًا أَنْ يَرْتَدِيَ الْمُحْرِمُ بِالْقَمِيصِ.
তারা উভয়ে ইহরাম অবস্থায় জামাকে চাদরের মতো পরতে সমস্যা মনে করতেন না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৯৭৩)
তবে ইহরাম অবস্থায় জ্যাকেট, জামা ও এধরনের পোশাক বিশেষ কোনো ওযর ছাড়া এভাবে গায়ে জড়িয়ে রাখাও অনুত্তম।
রদ্দুল মুহতার ২/৪৮৯; আলমাবসূত, সারাখসী ৪/১২৫; আলবাহরুল আমীক ২/৭৯২; শরহু মুখতাসারিল কারখী ২/৫৯২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26094/article-details.html