প্রশ্ন
কিছুদিন আগে আমাদের মুরগির পালের সাথে অন্যের একটা মুরগি আমাদের বাড়িতে চলে আসে। আমি অনেক সন্ধান করেও তার মালিক খুঁজে পাইনি। মুরগিটি আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি তার ন্যায্য মূল্য সদকা করে তা লালন-পালনের জন্য রেখে দিই।
এ ক্ষেত্রে আমার জন্য মুরগিটি লালন-পালনের জন্য রেখে দেওয়া কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরগির মালিকের সন্ধান যেহেতু পাওয়া যায়নি এবং আপনি মুরগিটির ন্যায্য মূল্য সদকা করে দিয়েছেন তাই মুরগিটি আপনার জন্য রেখে দেওয়া এবং লালন-পালন করা জায়েয। তবে যদি কখনো মালিকের সন্ধান পাওয়া যায় এবং সে মুরগিটি নিতে চায় তখন তাকে মুরগিটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যা সদকা করেছেন তা আপনার পক্ষ থেকে নফল সদকা হিসেবে গণ্য হবে।
-আদ্দুররুল মুখতার ৪/২৮০; ফাতহুল কাদীর ৫/৩৫৯; কিতাবুল আছল ৯/৫০৬; আলইখতিয়ার ২/৪৯৩; আততাজরীদ, কুদুরী ৮/৩৮৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26083&preview=true