প্রশ্ন
আমাদের এলাকায় কয়েকদিনে আগে একজন ব্যবসায়ী ইন্তেকাল করেন। তার দাফন সম্পন্ন হলে মুসুল্লীগণ সকলে নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর ইমাম সাহেব মাইয়েতের ভাইকে জানান যে, জানাযার ইমামতির সময় তার কাপড় নাপাক ছিল। তারপর ইমাম সাহেব মাইয়েতের কবরের সামনে পুনরায় জানাযা আদায় করেন। ঘটনা প্রচার হলে একজন মাওলানা সাহেব বলেন, তিন দিনের বেশি অতিবাহিত হয়ে থাকলে দ্বিতীয়বার জানাযা পড়া যাবে না। অন্যথায় লাশ উত্তোলন করে জানাযার নামায পড়ে নিতে হবে। আমাদের প্রশ্ন হল, আমাদের ইমাম সঠিক কাজ করেছেন কি? উক্ত মাওলানা সাহেবের বক্তব্য কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের কাপড় নাপাক থাকার কারণে প্রথমবার আদায়কৃত জানাযার নামায সহীহ হয়নি। সুতরাং দাফনের পরপরই বিলম্ব না করে কবরকে সামনে রেখে পুনরায় জানাযার নামায আদায় করা শরীয়তসম্মত হয়েছে। কেননা কোনো কারণবশত কারো জানাযা না হলে কিংবা আদায়কৃত জানাযা ফাসেদ হলে লাশ নরম হওয়ার আগ পর্যন্ত কবর সামনে রেখে জানাযা আদায় করা সহিহ আছে। হাদিস শরিফে এসেছে, হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত-
أَنّ أَسْوَدَ رَجُلًا أَوِ امْرَأَةً كَانَ يَكُونُ فِي المَسْجِدِ يَقُمّ المَسْجِدَ، فَمَاتَ وَلَمْ يَعْلَمُ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِمَوْتِهِ، فَذَكَرَهُ ذَاتَ يَوْمٍ فَقَالَ: مَا فَعَلَ ذَلِكَ الإِنْسَانُ؟ قَالُوا: مَاتَ يَا رَسُولَ اللهِ، قَالَ أَفَلاَ آذَنْتُمُونِي؟ فَقَالُوا: إِنَّهُ كَانَ كَذَا وَكَذَا قِصّتُهُ قَالَ: فَحَقَرُوا شَأْنَهُ، قَالَ: فَدُلّونِي عَلَى قَبْرِهِ فَأَتَى قَبْرَهُ فَصَلّى عَلَيْهِ.
একজন কালো পুরুষ অথবা একজন কালো নারী মসজিদ ঝাড়ু দিত। সে মারা যায়। তার মৃত্যুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত ছিলেন না। নবীজীর একদিন তার কথা মনে পড়ল। বললেন, লোকটির কী হল?
তারা বলল, হে আল্লাহর রাসূল! সে মারা গেছে।
তখন নবীজী বললেন, তোমরা আমাকে জানাওনি কেন?
তারা বলল, সে এমন এমন ছিল বলে তার ঘটনা উল্লেখ করল। বর্ণনাকারী বলেন, তারা তার বিষয়টিকে তুচ্ছ মনে করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে তার কবর দেখিয়ে দাও।
তিনি তার কবরের সামনে এলেন এবং জানাযার নামায আদায় করলেন। (সহিহ বুখারি, হাদিস ১৩৩৭)
তবে এক্ষেত্রে “তিন দিন হয়ে গেলে লাশ উত্তোলন করে জানাযা পড়তে হবে” এ কথা সম্পূর্ণই ভুল। কেননা মাইয়েতের দাফন হয়ে গেলে জানাযার কারণেও লাশ উত্তোলন করা যাবে না। উপরন্তু দাফনের পর তিন দিন অতিবাহিত হয়ে গেলে লাশ নরম হয়ে যায়। তখন কবরে রেখেও জানাযা পড়ার সুযোগ থাকে না।
-আদ্দুররুল মুখতার ২/২২০; আলবাহরুর রায়েক ২/১৮৯; বাদায়েউস সানায়ে ২/৫৫; কিতাবুল আছল ১/৩৫৪; মুখতারাতুন নাওয়াযিল ১/৪০৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26079/article-details.html