প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কনডম ব্যবহার করে সহবাস করলে কি গোসল ফরজ হয়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কনডম ব্যবহার করে স্ত্রী সহবাস করলে গোসল ফরয হবে। কেননা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে নিম্নোক্ত দুইটি বিষয়ের কোন একটি পাওয়া গেলে গোসল ফরজ হয়।
১. খতনার স্থানদ্বয় তথা যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া। অর্থাৎ প্রবেশ করানো সংঘটিত হওয়া। এক্ষেত্রে বীর্যপাত হওয়া শর্ত নয়। কেননা রাসূল (সা.) বলেছেন-
إذَا الْتَقَى الْخِتَانَانِ وَغَابَتْ الْحَشَفَةُ وَجَبَ الْغُسْل أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ
যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ডুবে যায় তাহলে বীর্যপাত হোক বা না-হোক গোসল ফরজ হবে। (সুনানে বাইহাকি, হাদিস: ৭২৪)
২. উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। এমনকি সেটা যদি যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া ব্যতিরেকে হাত দিয়ে সম্ভোগ করার কারণে সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রেও গোসল ফরজ হবে। কেননা রাসূল (সা.) বলেছেন-
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ
পানির কারণে পানি অপরিহার্য। (সহিহ মুসলিম, হাদিস: ১৫১)
অর্থাৎ পানি তথা বীর্য নির্গত হওয়ার পরিপ্রেক্ষিতে গোসল ফরজ হয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26063/article-details.html