প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় কোন মানুষ মারা গেলে যখন লোকেরা নামাযের জন্য একত্রিত হয় তখন একজন দাড়িয়ে সবাইকে তিনবার জিজ্ঞেস করে, লোকটি কেমন ছিল? প্রতি উত্তরে সবাই বলে লোকটি ভালো ছিলো। এখন আমি জানতে চাচ্ছি যে, এই বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জানাযায় নামাযের সময় ‘লোকটি ভালো ছিল’ বলে স্বীকৃতি নেওয়ার যে প্রচলন আমাদের দেশে রয়েছে, তা শরিয়ত সম্মত নয়। তাছাড়া রাসূল (সা.) বা সাহাবায় কেরামের কেউই জানাযায় সময় এধরনের কাজ করেনি। কোনো ব্যক্তি যদি বাস্তবে ভালো না হয় তাহলে এরূপ বলার দ্বারা সে ভালো সাব্যস্ত হবে না। এবং মানুষের মনেও এ বিশ্বাস জন্মাবে না যে, লোকটি ভালো ছিল। আর যদি বাস্তবে সে ভালো হয়, তাহলে এই রেওয়াজি স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। সুতরাং এই ভুল প্রচলন পরিহার যোগ্য।
كره أن يقوم رجل بعد ما اجتمع القوم للصلاة ويدعو للميت ويرفع صوته وكره ما كان أهل الجاهلية من الإفراط فى مدح عند جنازته حتى كانو يذكرون ماهو يشبه المحال وأصل الثناء على الميت ليس لمكروه وإنما المكروه مجاوزة الحد بما ليس فيه
الفتاوى الهندية: 5/319
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26029&preview=true