প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই, বোন, শশুর শাশুড়ীকে জাকাত দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রিয় দ্বীনি ভাই!
যাদের সাথে দাতার জন্মগত সম্পর্ক আছে, যেমন- পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী প্রমূখ এবং দাতার সাথে যাদের জন্মগত সম্পর্ক আছে, যেমন- ছেলে-মেয়ে, নাতি-নাতনী ইত্যাদি, তাদেরকে যাকাত-ফিতরা দেয়া যায় না। অনুরূপভাবে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যাকাত-ফিতরা দিতে পারবে না।
এছাড়া অন্যান্য আত্মীয়-স্বজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে বরং দেওয়াই উত্তম। সুতরাং ভাই, বোন, ভাতিজা, ভাগনে, চাচা, মামা, ফুফু, খালা এবং শশুর শাশুড়ী ইত্যাদি আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে।
হাদিস শরিফে এসেছে, রাসূল(সা.) বলেন-
إن الصدقة على المسكين صدقة وعلى ذي الرحم اثنتان صدقة وصلة
মিসকীনকে দান করার মধ্যে শুধু সাদ্কার সওয়াব রয়েছে আর আত্মীয়–স্বজনকে দান করার মধ্যে দুটি সওয়াব রয়েছে, দান করার সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৭৯৪; সুনানে নাসাঈ হাদিস: ২৫৮২)
بدائع الصنائع
“و يجوز دفع الزكاة إلى من سوى الوالدين والمولودين من الأقارب ومن الإخوة والأخوات وغيرهم؛ لانقطاع منافع الأملاك بينهم.”
(كتاب الزكاة، فصل ركن الزكاة: 2/ 50، ط: دار الكتب العلمية)
প্রামাণ্য গ্রন্থাবলী –
মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৬০,৭১৬১,৭১৬৪,৭১৭১; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৫৪২-৫৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26031&preview=true