প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর যাকাত দেই। আমি শুনেছি যাকাত দিলে নাকি মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু আমার ব্যবসায় লস হচ্ছে। এর কারন কি? যাকাত আল্লাহর হুকুম তা আমাদের পালন করতেই হবে। যাকাত দিলে দুনিয়াতে মাল বাড়ে এ সম্পর্কিত কোন সহিহ হাদিস কি আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জাকাত একটি ফরজ বিধান। এবং এটি ইসলামের তৃতীয় রোকন। কোরআনে কারিমে নামাজ কায়েম এবং জাকাত আদায়ের কথা সত্তরের বেশি জায়গায় একসঙ্গে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায়, ইসলামে নামাজ ও জাকাতের গুরুত্ব এক ও অভিন্ন। এবং এই জাকাত আদায়ে মানবজীবনে প্রভূত কল্যাণ আছে। জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার সম্পদ বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলেন-
وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ رِّبًا لِّیَرۡبُوَا۠ فِیۡۤ اَمۡوَالِ النَّاسِ فَلَا یَرۡبُوۡا عِنۡدَ اللّٰہِ ۚ وَمَاۤ اٰتَیۡتُمۡ مِّنۡ زَکٰوۃٍ تُرِیۡدُوۡنَ وَجۡہَ اللّٰہِ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُضۡعِفُوۡنَ
অর্থঃ
তোমরা যে সুদ দাও, যাতে তা মানুষের সম্পদে (যুক্ত হয়ে) বৃদ্ধি পায়, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দিয়ে থাক, তো যারা তা দেয় তারাই (নিজেদের সম্পদ) কয়েক গুণ বৃদ্ধি করে নেয়। (সূরা রোম, আয়াত : ৩৯)
যারা নিয়মিত যাকাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্পদকে বিভিন্ন ধরনের মুসিবত থেকে হেফাজত করেন। চোর ডাকাত ইত্যাদি থেকেও হেফাজত করেন। আর যারা জাকাত প্রদান করে না, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন বালা মসিবত দিয়ে থাকেন, বিপদাপদ দিয়ে থাকেন। হাদিস শরিফে রাসূল (সা.) বলেছেন, ‘যারা জাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন ধরনের মহামারিতে আক্রান্ত করবেন। ’ (তাবরানি, হাদিস : ৪৫৭৭)
এজন্য প্রিয় ভাই, নিয়মিত যাকাত আদায় করুন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে বড় ধরনের ক্ষতি থেকেও হিফাজত করে রেখেছেন। সব সময় শুধুমাত্র বাহ্যিক সম্পদের মাঝে বৃদ্ধি ঘটবে এমনটা জরুরি নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26030&preview=true