প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসজিদের ওয়াকফকৃত জমি বিক্রি করা কি জায়েয হবে? (জমিটা মাসজিদের ভিত্তির বাহিরে এবং প্রয়োজন হয়না )
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ওয়াকফের সম্পত্তি বিক্রি করা জায়েয নেই। এওয়াজ-বদল করাও জায়েয নেই। বিশেষত ওয়াকফকারী যদি বিক্রি না করার কথা উল্লেখ করেন তখন তা বিক্রি করার কোনো অবকাশ থাকে না। হাদিস শরিফে আছে,
روى البخاري (2764) ، ومسلم (1632) أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن يتصدق بنخل له ، فاستشار النبي صلى الله عليه وسلم ، فأمره أن يوقفه ، فقال صلى الله عليه وسلم : ( تَصَدَّقْ بِأَصْلِهِ ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ ) . ولفظ مسلم : ( لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُبْتَاعُ )
উমর (রা.) তার একটি খেজুর বাগান সদকা করতে চাইলেন। তাই তিনি এ ব্যপারে রাসূল (সা.)- এর কাছে পরামর্শ চাইলেন। তখন তিনি বললেন: তুমি মূল সম্পত্তিটি এভাবে সদকা (ওয়াকফ) কর যে, তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না। এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর রা. তা ঐভাবে সদকা (ওয়াকফ) করলেন। (সহিহ বুখারি, হাদিস : ২৭৬৪; সহিহ মুসলিম, হাদিস: ১৬৩২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26024/article-details.html