প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেলুনে চুল কাটার কাজ করা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? দয়া করে জানাবেন প্লিজ ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৌলিকভাবে শুধু চুল কাটার কাজ করা বৈধ এবং জায়েজ। তবে বর্তমানে প্রচলিত সেলুনগুলোতে স্বাভাবিক চুল কাটার পাশাপাশি আরও অনেক কাজ করা হয় যার অধিকাংশই শরীয়ত পরিপন্থী।
যেমন :মাথায় বা শরীরে ট্যাটু আকানো ,ভ্রু উপড়ে ফেলা ইত্যাদি।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالنَّامِصَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّه
মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভ্রুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাঁতের মাঝে ফাঁক সুষমা তৈরিকারিণী- যারা আল্লাহর সৃজনে বিকৃতি সাধনকারিণী- এদের আল্লাহ তা’আলা অভিশাপ করেন। (সহিহ মুসলিম, হাদীস: ২১২৫)
সুতরাং সেলুন থেকে উপার্জনের সিংহভাগই অবৈধ। তবে কেউ যদি শরীয়তের গণ্ডির ভেতরে থেকে বৈধভাবে চুল কাটার কাজ বা অন্য কোনো বৈধ কাজ করে এবং দাড়ি, ছাঁটা এবং কামানোসহ অন্যান্য নাজায়েয কাজ থেকে বিরত থাকে তাহলে তার উপার্জন হালাল হবে।
ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১৩০, বর্ণনা ৩২৪৩; রদ্দুল মুহতার ৯/৫৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26003/article-details.html