প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমি হাঁটার সময় রাস্তায় কিছু টাকা পেয়েছি। কিন্ত টাকার মালিকের খোঁজ পাইনি। এখন আমি সেই টাকা কি করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
টাকাগুলোর সিরিয়াল নাম্বার, নোটের সংখ্যা এবং নোটের অবস্থা সব কিছু চিহ্নিত করে যত্ন করে রাখুন।
মালিকের সন্ধান পাওয়ার সম্ভাব্য জায়গাগুলোতে টাকার সংখ্যা উল্লেখ করা ব্যতীত বিজ্ঞপ্তি ও ইলান দিয়ে দিন। মসজিদের সামনে, রাস্তার মোড়ে, মানুষের নজর পড়বে এমন জায়গায় বিজ্ঞপ্তি দিন।
যদি কোন ব্যক্তি এসে টাকার মালিক হওয়ার দাবী করে তাহলে তার পরীক্ষা নিন। মোট কত টাকা ছিল? কয়টা নোট ছিল? সেগুলো কেমন ছিল? ইত্যাদি ইত্যাদি। মিলে গেলে তো ভালো। কিন্তু যদি না মিলে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে।
মোটামুটি এক দেড় মাস পরে যখন মনে হবে এই টাকার মালিক আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মালিকের পক্ষ থেকে নিয়ত করে মসজিদে অথবা মাদরাসায় অথবা গরিব-মিসকিনদের সদাকাহ/দান করে দেবেন।
এরপরও যদি কোনদিন মালিক এসে টাকা তালাশ করে, তাকে বুঝিয়ে বলবেন যে, তোমার পক্ষ থেকে আমি টাকা সদাকাহ/দান করে দিয়েছি। সে যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ।
আর যদি মেনে না নেয়, তবে আপনার নিজের পক্ষ থেকে সমপরিমাণ টাকা তাকে দিয়ে দেবেন। এক্ষেত্রে পূর্বের সদাকাহ/দান আপনার নিজের পক্ষ থেকে হয়ে যাবে। কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান এমনটাই। হাদিস শরিফে এসেছে,
عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اللُّقَطَةِ، قَالَ: «عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا، فَأَدِّهَا إِلَيْهِ» ،
যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি পড়ে থাকা জিনিস সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)- কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ এক বছর যাবত ঘোষণা দিতে থাক। এরপর জিনিসটির পাত্র ও তার বাঁধন স্মরণ রাখ এবং সেটা খরচ কর। যদি তার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও। [সহীহ বুখারী, হাদীস : ২২৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/25993/article-details.html