প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলাহ, আমার সামনের দাঁতগুলো ফাঁকা ফাঁকা। ছোটবেলা ফাঁকা তুলনামূলক কম ছিলো। কিন্ত এখন খেয়াল করছি দিন দিন ফাঁকা অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমি দাঁতের ফাঁকা বন্ধ করি এটা কি আমার জন্য জায়েজ হবে নাকি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
দাঁতের দোষ-ত্রুটি দূর করার জন্য এমন কাজ করা যাবে। তবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা করা যাবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالنَّامِصَاتِ
وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ
মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভ্রুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাঁতের মাঝে ফাঁক সুষমা তৈরিকারিণী- যারা আল্লাহর সৃজনে বিকৃতি সাধনকারিণী- এদের আল্লাহ তা’আলা অভিশাপ করেন। (সহিহ মুসলিম, হাদীস: ২১২৫)
ইমাম নববী রহ. বলেন
أما لو احتاجت إليه لعلاج أو عيب في السن ونحوه فلا بأس، والله أعلم
তবে কেউ দাঁতের ত্রুটি দূরীকরণের জন্য বা চিকিৎসার প্রয়োজনে এরূপ করলে কোন দোষ নেই। নববী, শরহে মুসলিম ১৩/১০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/25991/article-details.html