প্রশ্ন
আমার চাচা মারা গিয়েছে। তার কবরকে চিহ্নিত করার জন্য পরিবারের লোকেরা চাচ্ছে নাম ঠিকানা সম্বলিত ফলক লাগাতে। জানতে চাচ্ছি, এমনটি করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় কবরে কোনো কিছু লেখা বৈধ নয়। তবে কবরকে চিহ্নিত করার জন্য শুধু নাম ঠিকানা সম্বলিত ফলক বা অন্য কোনো বস্তু স্থাপন করা যেতে পারে। হাদিস শরিফে এসেছে,
عن المطَّلبِ، قال: لما ماتَ عثمانُ بن مَظعُونٍ أُخرِجَ بجنازتِه فدُفِنَ فأمر النبيُّ صلى الله عليه وسلم رجلاً أن يأتيَه بحجرِ، فلم يستطِعْ حملَها، فقام إليها رسولُ الله صلى الله عليه وسلم وحَسَرَ عن ذراعَيه، قال كثيرٌ: قال المُطَّلب: قال الذي يُخبِرني ذلك عن رسولِ الله صلى الله عليه وسلم: كأني أنظُر إلى بياضِ ذراعَي رسولِ الله صلى الله عليه وسلم حين حَسَرَ عنهما، ثم حملَها فوضعَها عند رأسِه، وقال: أتَعَلَّمُ بها قبرَ أخي، وأدفِنُ إليه من مات مِن أهلِي
‘মুত্তালিব (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান ইবনু মাযঊন (রা.) মারা গেলে তার লাশ আনা হলো। তারপর লাশ দাফন করা হলো। রাসূল (সা.) এক ব্যক্তিকে তাঁর কাছে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। কিন্তু লোকটি তা বহন করতে অক্ষম হলো। রাসূল (সা.) নিজে পাথরটির কাছে গেলেন এবং নিজের জামার আস্তিন গুটালেন। বর্ণনাকারী কাসির (রহ.) বলেন, আল-মুত্তালিব বললেন, আমাকে যে ব্যক্তি এ ঘটনা অবহিত করেছেন তিনি বললেন, আমি যেন এখনও রাসূল (সা.)-এর বাহুদ্বয়ের শুভ্রতা দেখতে পাচ্ছি যখন তিনি তাঁর জামার আস্তিন গুটিয়েছিলেন। অতঃপর তিনি পাথরটি দু’হাতে তুলে এনে (‘উসমান ইবনু মাযঊনের) শিয়রে রাখলেন। অতঃপর তিনি বললেন, এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিনতে পারবো এবং আমার পরিবারের কেউ মারা গেলে তার পাশে দাফন করবো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২০৬]
তবে প্রয়োজন অতিরিক্ত অন্য কিছু লেখা যাবে না। যেমন, কুরআন হাদিসের বাণী কিংবা কোনো কবিতা বা স্তুতি বাক্য ইত্যাদি।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25904/article-details.html