প্রশ্ন
চিকার বিষ্টা কি নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফুকাহায়ে কেরাম ইঁদুর ও চিকার বিষ্ঠাকে নাপাক বলেছেন। আল্লামা শানকীতি (রহ.) বলেন,
‘ইঁদুরের বিষ্ঠা খাবারে পড়লে তা উঠিয়ে নিতে হবে। কারণ তা নাপাক।’ [লাওয়ামিয়ুদ দুরার ৫/৮৭]
ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25841/article-details.html