প্রশ্ন
আমার বাবা মান্নত করেছিল যে, তিনি মসজিদে নববীতে ৪ রাকাত নামায পড়বেন। কিন্তু মসজিদে নববীতে যাওয়ার সৌভাগ্য তার হয়নি। বর্তমানে তিনি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন। জানতে চাচ্ছি, বর্তমানে তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানতের ক্ষেত্রে স্থান নির্ধারণ করার দ্বারা স্থান নির্ধারিত হয় না। তাই আপনি যে কোন মসজিদে ঐ নামাজ পড়তে পারবেন। হাদিস শরিফে এসেছে-
أن رجلاً قام يوم الفتح، فقال: يا رسولَ الله، إني نذرتُ لله إن فتح الله عليك مكةَ أن أصلِّيَ في بيت المقدس -قال أبو سلمة مرة:- ركعتين، قال: “صَلِّ ها هنا” ثم أعاد عليه، فقال: “صَلِّ ها هنا” ثم أعادَ عليه، فقال: شأنَك إذَنْ
‘এক ব্যক্তি (মক্কা) বিজয়ের দিন দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! আল্লাহ আপনাকে মক্কা বিজয়ের গৌরব দান করলে আমি আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসে দু’ রাক’আত সালাতের মানত করেছিলাম। তিনি বললেন, ঐ সালাত এখানেই আদায় করো। সে পুনরায় একই কথা বললে তিনি বলেনঃ এখানে (মাসজিদুল হারামে) পড়ে নাও। সে পুনরায় একই কথা বললে তিনি বললেনঃ এ ব্যাপারে তোমার স্বাধীনতা রয়েছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩০৫]
কাজেই আপনার পিতাকে বলবেন এলাকার মসজিদে ৪ রাকাত নামায পড়ে নিতে।
খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৫; রদ্দুল মুহতার ৩/৭৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25789/article-details.html