প্রশ্ন
খতিব সাহেব খুতবা দেওয়ার সময় ডানে বামে তাকাতে পারবেন কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে খুতবা দেওয়া সুন্নত। হাদিস শরিফে এসেছে-
عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه و سلم يخطب يوم الجمعة قائما ثم يجلس ثم يقوم قال كما يفعلون اليوم
ইবনে উমর (রা.) বলেন, রাসূল (সা.) জুমআর দিন দাঁড়িয়ে জুমআর খুতবাহ দিতেন এবং উভয় খুতবাহর মাঝে সামান্য পরিমাণ সময় বসতেন। [সহিহ মুসলিম, হাদিস: ৮৬১]
কাজেই খুতবা দেওয়ার সময় ডানে বামে তাকাবে না।
রদ্দুল মুহতার ২/১৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25701/article-details.html