প্রশ্ন
যিনি আযান দেন তিনিই নামায পড়াতে পারবেন কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জি, পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
عَنْ عُقْبَةَ بْنُ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَلَمَّا طَلَعَ الْفَجْرُ أَذَّنَ وَأَقَامَ، ثُمَّ أَقَامَنِي عَنْ يَمِينِهِ
‘উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.)-এর সাথে এক সফরে ছিলাম। যখন ফজরের সময় হল, তিনি আজান দিলেন এবং ইকামত দিলেন। এরপর নামাজের জন্য আমাকে তাঁর ডান দিকে দাঁড় করালেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৬৮৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25689/article-details.html