প্রশ্ন
লাইলাতুল কদরের ফযিলত কী? কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লাইলাতুল কদর একটি মহান রাত। এ রাতের গুরুত্ব ও ফযিলত অপরিসীম।
সূরা কদর নামে আল্লাহ তাআলা কুরআন মাজিদে একটি সূরাই অবতীর্ণ করেছেন।
এ রাতের ফযিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
‘কদরের রাত এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।’ [সূরা কদর, আয়াত: ৩]
রাসূল (সা.) বলেন,
‘যে ব্যক্তি ঈমানের সাথে এবং প্রতিদানের আশায় লাইলাতুল ক্দরে নামায পড়বে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯০১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1804/article-details.html