প্রশ্ন
শবে কদরে কী দোয়া পড়বো? কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো দোয়া আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে কদর একটি মহান রাত। এ রাতের গুরুত্ব অপরিসীম।
আল্লাহ তাআলা বলেন,
‘কদরের রাত এক হাজারের মাসের চেয়েও শ্রেষ্ঠ।’ [সূরা কদর, আয়াত: ৩]
এ রাতে বেশি বেশি ইস্তিগফারসহ অন্যান্য ইবাদত ও দোয়া করা উচিৎ।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.)বলেন,
আয়েশা (রা.) নবি (সা.)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর লাভ করি তাহলে কী দোয়া করব? তিনি বলেন, তুমি বলবে:
‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী।’
অর্থ: ‘হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ কর, তাই আমাকে ক্ষমা কর।’ [মুসনাদে আহমদ ৬/১৮২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1803/article-details.html