প্রশ্ন
কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, কোনো অমুসলিম মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা ও সববেদনা জানানোর অবকাশ রয়েছে।
ইবনে জুরাইয এবং সাওরি (রহ.) বলেন,
‘মুসলিম যিম্মিকে সান্ত্বনা দিতে পারবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক ৬/৪২]
তবে তাদেরকে সববেদনা জানানোর ক্ষেত্রেও দাওয়াতের নিয়ত থাকা চাই।
তাফসিরে রুহুল মাআনী ২/২৩; আহকামুল কুরআন ৫/৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1801/article-details.html