প্রশ্ন
আমি একজন ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্ট।আমাদের সিলেবাসের প্রায় সব বই বিদেশি লেখকদের যা ক্রয় করা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেই বইগুলো নিলক্ষেতে ছাপিয়ে কম দামে বিক্রি করে। জানতে চাচ্ছি, সেগুলো ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল বইয়ের স্বত্ব লেখক বা প্রকাশক কর্তৃক সংরক্ষিত নয় সেসকল বই ছাপিয়ে বিক্রি করা যাবে এবং ক্রয় করা যাবে।
কিন্তু যে সকল বইয়ের স্বত্ব লেখক বা প্রকাশক কর্তৃক সংরক্ষিত সেগুলো অনুমতি ছাড়া ছাপিয়ে বিক্রি করা যাবে কিনা উলামায়ে কেরামের মাঝে বিরোধপূর্ণ গ্রহণযোগ্য অভিমত হল, স্বত্ব সংরক্ষিত থাকলে অনুমতি ছাড়া তা দিয়ে ব্যবসা করা যাবে না।
من باع كتابا إلي آخر فقد ملك المشتري ذالك الكتاب بجميع أجزائه ويجوز المشتري أن يتصرف فيه كيف شاء. فيجوز له أن يتصرف فى الكتاب بما شاء من قراءة وانتفاع وبيع وإعارة وهبة وما إلى ذالك من التصرفات الأخرى. وأما طباعة مثل هذا الكتاب فليس من منافع المبيع حتى يستلزم ملكه ملكا لحق الطباعة.
কেউ অপর থেকে যখন কোনো কিতাব ক্রয় করবে, তখন ক্রেতা ওই কিতাবের সম্পূর্ণটার মালিক হয়ে যাবে৷ ক্রেতা তার ইচ্ছামতো এই কিতাবের ব্যবহার করতে পারবে৷ সুতরাং ক্রেতার জন্যে জায়িয হবে যেভাবে ইচ্ছা সেভাবে এই কিতাব থেকে উপকৃত হতে, বিক্রি করতে, ধার দিতে কিংবা হাদিয়া দিতে বা অন্য যে কোনোভাবে ব্যবহার করতে৷
তবে এ ধরনের কিতাব অনুমতি ব্যতীত ছাপিয়ে ফেলা কিংবা প্রকাশ করার বিষয়টি বিক্রিত মাল থেকে উপকৃত হওয়ার মতো নয় যে, কিতাবের মালিক হওয়াতেই প্রকাশনার অধিকার সাব্যস্ত হয়ে যাবে৷ এরপর তিনি একটি দৃষ্টান্ত আকারে বিষয়টি পরিষ্কার করেন—যেমন সরকারি মুদ্রা, এটার যে কোনো ব্যবহার যেমন বিক্রি করা, দান করা, পরিবর্তন করা বা যে কোনোভাবে ব্যবহার করতে পারবে, কিন্তু এটার মতো অন্য আরেকটি মুদ্রা ছাপাতে পারবে না৷ ঠিক তদ্রূপ কিতাবের প্রকাশনার বিষয়টিও এরকম৷’ [ফিকহুল বুয়ূ,: ১/২৮৪]
তারপরও যদি কেউ এ জাতীয় বই ছাপিয়ে ফেলে তাহলে যারা গরিব শুধু তারাই এটা ক্রয় করতে পারবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25522/article-details.html