প্রশ্ন
আমি একটি রডের ফ্যাক্টরিতে কাজ করি। এখানে প্রচুর গরমে কাজ করতে হয়। জানতে চাচ্ছি, আমার জন্য রোযা না রাখার অনুমতি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অসুস্থ, ওযরগ্রস্ত ও মুসাফির ছাড়া অন্য সকলের জন্য রোযা রাখা আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (١٨٣) أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ
‘হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৩-১৮৪]
কাজেই আপনার জন্য রোযা না রাখার সুযোগ নেই। আপনার করণীয় হল, রোযা রেখে উক্ত কাজ অীধক কষ্টকর হলে তা ছেড়ে দেওয়া। অন্য কাজের ব্যবস্থা করে নেওয়অ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ।
রদ্দুল মুহতার ২/৪২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25512/article-details.html