প্রশ্ন
আমি ব্যবসার উদ্দেশ্যে একটি ফ্ল্যাট ক্রয় করি। এর কিছুদিন পর এক ব্যক্তি উক্ত ফ্ল্যাট ৫০ লক্ষ টাকার বিনিময়ে বাকি মূল্যে ক্রয় করে। কিন্তু সে উক্ত টাকা ৩ বছর পর পরিশোধ করে। জানতে চাচ্ছি, উক্ত টাকার বিগত ৩ বছরের যাকাত আদায় করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য সম্পদ। হাদিস শরিফে এসেছে,
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُّ لِلْبَيْعِ
‘সামুরাহ ইবনে জুনদুব (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাদেরকে বাণিজ্যিক পণ্যের যাকাত দিতে নির্দেশ করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৬২]
ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য যতদিন বিক্রির উদ্দেশ্যে বাকি থাকবে ততদিন তার যাকাত আদায় করা লাগবে।
ইবরাহীম নাখায়ী বলেন,
من كانت عنده سلعة لتجارة فمكث عنده سنوات لا يبيعها فالزكاة فيها كل عام يخرج زكاته
‘কারও কাছে যদি ব্যবসার জন্য কোনো পণ্য থাকে এবং কয়েক বছর হয়ে যাওয়ার পরও সে তা বিক্রি না করে তাহলেও তার প্রতি বছরের যাকাত আদায় করতে হবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক. হাদিস:৭০৯৪]
কাজেই উক্ত টাকার বিগত বছরের যাকাতও আপনি আদায় করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25436/article-details.html