প্রশ্ন
ইমাম সাহেব জানাযার নামাযে মৃতের কোন বরাবর দাঁড়াবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাযা পুরুষের হোক কিংবা নারীর, উভয়ক্ষেত্রেই ইমাম সাহেব মৃতের সিনা বরাবর দাঁড়াবে। এটিই সুন্নাহ সম্মত পদ্ধতি। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَطَاءٍ، قَالَ: إِذَا صَلَّى الرَّجُلُ عَلَى الْجِنَازَةِ قَامَ عِنْدَ الصَّدْرِ
‘আতা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি জানাযার নামাজ পড়াবে তখন সে সিনা বরাবর দাঁড়াবে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১১৫৫১]
আরেক হাদিসে এসেছে,
عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: يَقُومُ الَّذِي يُصَلِّي عَلَى الْجِنَازَةِ عِنْدَ صَدْرِهَا
‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি জানাযার নামাজ পড়াবে সে সিনা বরাবর দাঁড়াবে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১১৫৫২]
আদ্দুররুল মুখতার ২/২১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25401/article-details.html