প্রশ্ন
কিছুদিন আগে কিছুটা বাধ্য হয়েই একজন নারীর সামনে আমি ও আমার স্ত্রী কবুল বলি। জানতে চাচ্ছি, আমাদের বিয়ে হয়েছিল কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুই জন ন্যায়পরায়ণ ব্যক্তির সামনে বর কনে বা তাদের প্রতিনিধির ইজাব কবুল বলতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لا نكاح إلا بولي وشاهدي عدل
‘ওলীর অনুমতি এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ব্যতিরেকে বিবাহ সংঘটিত হবে না।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৯২৯১]
যেহেতু বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত পাওয়া যায়নি তাই আপনাদের বিয়ে শুদ্ধ হয়নি। নতুন করে দুইজন সাক্ষীর সামনে আপনাদের বিয়ে নবায়ন করে নিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25330/article-details.html