প্রশ্ন
একবার বজ্রপাতের সময় আমাদের গ্রামের একটি ছেলে মারা যায়। এ ধরনের মৃতদেহ কী কারণে যেন কেউ কেউ চুরি করে নিয়ে যায়। তাই ছেলেটির পরিবার তাকে দাফনের সময় কবরের উপর কাঠ বিছিয়ে তার উপর মাটি দিয়েছে। এভাবে করা কেমন হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণ অবস্থায় কবরে কাঠ ব্যবহার করা ঠিক নয়।
তবে মৃতদেহ সংরক্ষণের জন্য কবরের উপর কাঠ দিয়ে তার উপর মাটি দেয়াতে কোনো সমস্যা হয়নি।
ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন,
‘সাহাবায়ে কেরাম কবরের উপর বাশ দেয়াকে পছন্দ করতেন। কাঠ দেয়াকে অপছন্দ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১১৮৯২]
আলমুহীতুল বুরহানী ৩/৯২; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৬৯; আলবাহরুর রায়েক ২/১৯৪; মাজমাউল আনহুর ১/২৭৬; রদ্দুল মুহতার ২/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1764/article-details.html