প্রশ্ন
কেউ যদি অজু করে তাহলে অজুর পরপর দুই রাকাত তাহিয়্যাতুল অজু পেড়তে হবে নাক কিছুটা বিলম্ব করে পড়লেও চলবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অজুর পর দুই রাকাত তাহিয়্যাতুল অজু পড়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
ما من أحدٍ يتوضأُ فيُحسِنُ الوضوءَ ويُصلي ركعتين يقبِلُ بقلبه ووجهه عليهما إلا وَجَبَت له الجنةُ
‘যে কেউ উত্তমরূপে অজু করে দুই রাকাত নামায খালেস অন্তর দিয়ে আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৯০৬]
উলামায়ে কেরাম বলেন, উত্তম হল সাথে সাথেই পড়ে ফেলা। তবে যদি কিছুটা বিলম্ব হয় তাহলেও কোনো সমস্যা নেই।
আল মাজমু ৩/৫৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25282/article-details.html