প্রশ্ন
বিয়ের আগে উপনাম গ্রহণ করা কি বৈধ? যেমন কোনো মেয়ে নাম রাখল উম্মে হাবিবা। অথচ তার বিয়েই হয়নি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের আগে উপনাম গ্রহণ করতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
أَنَّ عَائِشَةَ قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: يَا رَسُولَ اللهِ، كُلُّ نِسَائِكَ لَهَا كُنْيَةٌ غَيْرِي؟ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: ” اكْتَنِي أَنْتِ أُمَّ عَبْدِ اللهِ “. فَكَانَ يُقَالُ لَهَا: أُمُّ عَبْدِ اللهِ، حَتَّى مَاتَتْ، وَلَمْ تَلِدْ قَطُّ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল (সা.)-কে বললেন, আপনার প্রতিটি স্ত্রীর উপনাম আছে কিন্তু আমার নেই। তখন রাসূল (সা.) তাকে বললেন, তুমি উম্মে আব্দুল্লাহ উপনাম হিসেবে গ্রহণ কর (আব্দুল্লাহ ছিল আয়েশা (রা.)-এর ভাগ্নের নাম)। এরপর থেকে মৃত্যু পর্যন্ত তাকে উম্মে আব্দুল্লাহ উপনামে ডাকা হত। অথচ তার কোনো সন্তান হয়নি।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৫১৮১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25204/article-details.html