প্রশ্ন
আমি একবার ফজরের নামাজে ঊভয় সূরা মিলাতে ভুলে যাই। পরবর্তীতে নামাজ শেষে একবার সাহু সেজদা করি। জানতে চাই, আমার নামাজ কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, যেহেতু আপনি নামাজের শেষে সাহু সেজদা করেছেন সেহেতু আপনার নামাজ সহিহ হয়েছে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘ভুলের জন্য সালামের পর দুইটি সেজদা রয়েছে।’[আবু দাউদ, হাদিস: ১০২২]
উল্লেখ্য,যদিও নামাজে আপনার দুটি ভুল হয়েছে তবুও একবার সাহু সেজদা করলেই যথেষ্ট হবে। দুইবার সাহু সেজদা করা লাগবে না।
ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭-২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৪৭ ও ১/৭৪১; বাদায়েউস সানায়ে ১/৪০৭; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আলবাহরুর রায়েক ১/৩০০ ও ২/৯২,৯৯; আদ্দুররুল মুখতার ১/৪৬৫-৬৮; আলমুগনী ইবনে কুদামা ২/৪৩৭; আলমাবসূত সারাখসী ১/২২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1761/article-details.html