প্রশ্ন
বিয়ে হয়েছে পনের বছর আগে। তখন মোহর ধরা হয়েছিল ১ লক্ষ টাকা যা এখনো বকেয়া। বর্তমানে তো সবকিছুর দাম বেড়েছে। জানতে চাচ্ছি, মোহর কি ১ লক্ষ টাকাই পরিশোধ করতে হবে নাকি বর্তমান হিসেবে আরো বেশি আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোহর আদায় করা আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً
‘সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও।’ [সূরা নিসা, আয়াত: ২৪]
বিয়ের সময় যে মূল্য মোহর হিসেবে নির্ধারণ করা হয়েছিল তাই মোহর হিসেবে আদায় করতে হবে। সময়ের পরিবর্তনে মোহরের পরিমাণে কোনোরূপ পরিবর্তন হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25039/article-details.html