প্রশ্ন
অনেক ভাইকে দেখা যায় মসজিদে যখন ইকামাত হয় তখন উভয় হাত একসাথে বেঁধে নাভির নিচে রেখে দেয়। জানতে চাই, এটা কি শরিয়তসম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুআযযিন যখন ইকামত দিবেন তখন মুসল্লিদের কর্তব্য হলো,উভয় হাত দুই পাশে ছেড়ে দেওয়া এবং সোজা হয়ে দাঁড়ানো।
এ সময় হাত বেঁধে নাভির নিচে রাখা মাকরুহ। তাই এ কাজ থেকে বিরত থাকা উচিৎ।
তবে এর কারণে নামাজ নষ্ট হবে না।
ফাতাওয়ায়ে আলমগীরী ১:৫৭ ; আহসানুল ফাতাওয়া ২:২৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1756/article-details.html