প্রশ্ন
বাচ্চার বয়স ৪ বছর। পিতা মাতার তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেলে মুসলিম আইন অনুযায়ী পিতা নাবালেগ সন্তানের আইনগত অভিভাবক হয়ে থাকেন। আর মা তত্ত্বাবধায়ক। অর্থাৎ নাবালেগ সন্তান মা লালন পালন করবেন। ছেলের ক্ষেত্রে ৭ বছর আর মেয়ের ক্ষেত্রে ৯ বছর পর্যন্ত মা সন্তানদের নিজের কাছে রাখতে পারবেন। এ সময় পিতা মায়ের সম্মতি ব্যতিত সন্তানদের মায়ের কাছ থেকে নিয়ে আসতে পারবেন না। হাদিস শরিফে এসেছে,
عن جده عبدِ الله بنِ عمرو: أن امرأةً قالت: يا رسولَ الله، إن ابني هذا كان بطني له وعاءً، وثدي له سِقاءً، وحجري له حِواءً، وإن أباه طلقني، وأراد أن ينتزعه مني، فقال لها رسول الله صلى الله عليه وسلم: أنتِ أحق به ما لم تنكحي
‘আব্দুল্লাহ ইবনু আমর (রা.) সূত্রে বর্ণিত। একদা এক মহিলা বললো, হে আল্লাহর রাসূল! এই সন্তানটি আমার গর্ভজাত, সে আমার স্তনের দুধ পান করেছে এবং আমার কোল তার আশ্রয়স্থল। তার পিতা আমাকে তালাক দিয়েছে। এখন সে সন্তানটিকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অন্যত্র বিয়ে না করা পর্যন্ত তুমিই তার অধিক হকদার।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২৭৬]
তবে মা যদি এমন কোনো পুরুষকে বিয়ে করে যে সেই সন্তানের মাহরাম নয়, তাহলে মা সন্তানের লালন পালনের ক্ষমতা হারাবেন। সে ক্ষেত্রে সন্তানের নানী, দাদী, আপন বা বৈপিত্রেয় বোন পর্যায়ক্রমে সেই সন্তানের লালন পালনের ভার বহন করতে পারবে।
কিতাবুল আছল ১০/৩৪৮; ফাতহুল কাদীর ৪/১৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25027/article-details.html