প্রশ্ন
বকের বিষ্ঠা কি নাপাক? কাপড়ে লাগলে কি কাপড় পাক করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বক হালাল পাখির অন্তর্ভুক্ত। কাজেই বকের বিষ্ঠা পাক। বিশিষ্ট তাবেয়ি শুবাহ (রহ.) বলেন-
عَنْ شُعْبَةَ، قَالَ: سَأَلْتُ الْحَكَمَ، وَحَمَّادًا عَنْ خُرْءِ الطَّيْرِ؟ فَقَالاَ: لاَ بَأْسَ بِهِ
‘আমি হাকাম ও হাম্মাদ (রহ.)-কে পাখির বিষ্ঠা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন: কোন সমস্যা নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১২৬৬]
কাজেই কাপড়ে লাগলে উক্ত কাপড় পাক করতে হবে না। তবে উত্তম হল তা পরিষ্কার করে নেওয়া।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24993/article-details.html