প্রশ্ন
স্ত্রী যদি স্বামীর সাথে খুলা করে তাহলে কতদিন ইদ্দত পালন করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রী যদি গর্ভবতী না হয় তাহলে তার ইদ্দত হবে তিন হায়েজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
‘তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে।’ [সূরা বাকারা, আয়াত: ২২৮]
আর যদি সে গর্ভবতী হয় তাহলে তার ইদ্দত হবে বাচ্চা প্রসব পর্যন্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ
‘আর গর্ভধারিনীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।’ [সূরা তালাক, আয়াত: ৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24953/article-details.html