প্রশ্ন
আমি শুনেছি, ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়া মাকরূহ। জানতে চাচ্ছি, ইশরাকের নামায পড়াও কি মাকরূহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগে যে কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে,
أَنَّ ابْنَ مَسْعُودٍ، وَحُذَيْفَةَ، كَانَا يَنْهَيَانِ النَّاسَ – أَوْ قَالَ -: يُجْلِسَانِ مَنْ رَأَيَاهُ يُصَلِّي قَبْلَ خُرُوجِ الْإِمَامِ يَوْمَ الْعِيدِ
‘ইবনে মাসউদ (রা.) ও হুযাইফা (রা.) মানুষকে ঈদের দিন ইমাম সাহেব নামায পড়ানোর জন্য বের হওয়ার আগে নামায পড়তে নিষেধ করতেন। অথবা রাবী বলেন, কাউকে নামায পড়তে দেখলে বসিয়ে দিতেন।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৫৬০৬]
কাজেই ঈদের নামাযের আগে ইশরাকের নামায পড়াও মাকরূহ। বরং ঈদগাহ থেকে বাড়িতে এসে পড়বে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24861/article-details.html