প্রশ্ন
আমি এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, ব্যবসা থেকে যা লাভ হবে তার ৬০% সে নিবে আর ৪০% আমি নিব। পাশাপাশি তার জন্য আমি ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেছি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি কি সঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনাদের চুক্তির প্রথম অংশ অর্থাৎ পার্সেন্ট হিসেবে লভ্যাংশ বণ্টন করা বৈধ হয়েছে। কিন্তু মুযারিবের জন্য বেতন নির্ধারণ করা বৈধ হয়নি। কারণ, এ জাতীয় চুক্তিতে উভয়পক্ষের কারো জন্য নির্ধারিত কোনো কিছুর শর্ত করা বৈধ নয়।
সুতরাং উক্ত ব্যক্তি বেতন হিসেবে কিছুই পাবে না। বরং লভ্যাংশের ৬০% পার্সেন্ট পাবে।
বাদায়েউস সানায়ে ৫/১১৯; ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24829/article-details.html