প্রশ্ন
কাঁচা মাছ খাওয়া কি জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাছ খাওয়া জায়েয। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ ، فَأَمَّا الْمَيْتَتَانِ : فَالْجَرَادُ وَالْحُوْتُ ، وَأَمَّا الدَّمَانِ : فَالطِّحَالُ وَالْكَبِدُ
‘আমাদের জন্য দুটি মৃত প্রাণী এবং দুটি রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী দুটি হল টিড্ডি এবং মাছ। আর রক্ত দুটি হল প্লীহা ও কলিজা।’ [সুনানে কুবরা, বাইহাকী, হাদিস: ১২৪২]
কাঁচা মাছ খাওয়া যদি শরীরের জন্য ক্ষতিকর না হয় তাহলে মাছ কাঁচা খেতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24735/article-details.html