প্রশ্ন
মেরাজের রাতে রাসূল (সা.) যখন আরশে মুয়াল্লায় যান তখন কি আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে বলেছিলেন যে, আপনার জুতা খুলবেন না। কারণ আপনার জুতায় আরশ ধন্য হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কথাটি লোকমুখে প্রচলিত হলেও তা কোনো সহিহ হাদিস এমনকি যয়ীফ হাদিসেও বর্ণিত হয়নি। শায়খ রাজিউদ্দিন কাযভিনি (রহ.)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
أما حديث وطء النبى صلى الله عليه وسلم العرش بنعله فليس بصحيح، وليس بثابت
‘রাসূল (সা.)-এর জুতা নিয়ে আরশে গমন করা সম্পর্কিত হাদিসটি সহিহ নয় এবং প্রমাণিতও নয়।’ [নিহায়াতুল ইযাজ ১/১৩৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24696/article-details.html