প্রশ্ন
জনৈক ব্যক্তি কিছুদিন আগে মদ পান করেছে। এখন সে যদি উমরায় যায় তাহলে তার উমরা কবুল হবে কি? কারণ, আমি শুনেছি, মদ পান করলে ৪০ দিনের আমল কবুল হয় না।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, মদ পান করলে ৪০ দিনের আমল কবুল হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلَاةً أَرْبَعِينَ يَوْمًا
‘আমার উম্মতের কেউ শরাব পান করলে আল্লাহ তা’আলা তার চল্লিশ দিনের নামায কবুল করবেন না।’ [সুনানে নাসাঈ, হাদিস: ৫৬৬৪]
তবে এখানে আমল কবুল না হওয়ার দ্বারা উদ্দেশ্য হল তাতে কোনো সওয়াব দেওয়া হবে না। ইমাম নববি (রহ.) বলেন,
وأما عدم قبول صلاته فمعناه أنه لا ثواب له فيها
‘উক্ত হাদিসে নামায কবুল না হওয়া দ্বারা উদ্দেশ্য হল, তাতে কোনো সওয়াব হবে না।’ [ফাতহুল মুনঈম ৮/৬৩৩]
কাজেই কোনো ব্যক্তি যদি মদ খাওয়ার পর উমরায় যায় তাহলে তার উমরা আদায় হলেও তাতে কোনো সওয়াব দেওয়া হবে না।
তবে উক্ত ব্যক্তি যদি তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তখন উক্ত উমরায় সে সওয়াবও পাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24688/article-details.html