প্রশ্ন
অজুতে কান মাসেহের সময় কানের ভিতর আঙ্গুল প্রবেশ করাতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, অজুতে কানের ভিতরের ও বাহিরের উভয় অংশ মাসাহ করা মুস্তাহাব। এমনকি কানের ভিতরেও আঙ্গুল প্রবেশ করাবে। হাদিস শরিফে এসেছে,
ومسحَ بأُذُنَيهِ ظاهِرِهما وباطِنِهما، زاد هشامٌ: وأدخَلَ أصابِعَه في صِماخِ أُذُنَيه
‘রাবী বলেন, রাসূল (সা.) উভয় কানের বাহির ও ভিতরের অংশ মাসাহ্ করেছেন। হিশাম তার বর্ণনায় আরো বলেছেন, তিনি দু’ কানের ছিদ্রে স্বীয় আঙ্গুল ঢুকিয়েছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১২৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24542/article-details.html