প্রশ্ন
কেউ যদি ফরজ নামাযের পর তাকবীরে তাশরীক পাঠ করতে ভুলে যায় তাহলে সুন্নতের পর পড়লে আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নয় তারিখ ফজরের পর থেকে তের তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। তাই এ ব্যাপারে ভালো করে লক্ষ রাখতে হবে। হাদিস শরিফে এসেছে,
عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر
‘আলী (রা.) আরাফার দিন ফজর থেকে আইয়ামে তাশরীকের শেষ দিন আসর পর্যন্ত অর্থাৎ আসরের নামাযের পর পর্যন্ত তাকবীর দিতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৫৭৪৯]
তবে কখনো যদি ছুটে যায় তাহলে নামাজ পরিপন্থী কোন কাজ করার পূর্বে মনে হলে তাড়াতাড়ি পড়ে নিবে।
কিন্তু যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আর পড়ার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে তাওবা ও ইস্তেগফার করতে হবে।
কাজেই সুন্নতের পর আদায় করলে আদায় হবে না।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24514/article-details.html