প্রশ্ন
আমি একদিন ভুলে নাপাক লঙ্গি পরিধান করে নামায আদায় করেছিলাম। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামায শুদ্ধ হওয়ার জন্য পোশাক পবিত্র থাকা জরুরি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَثِيَابَكَ فَطَهِّرْ
‘আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।’ [সূরা মুদদাসসির, আয়াত: ৪]
কাজেই আপনার সেদিনের নামায হয়নি। পুনরায় তার কাযা করে নিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24491/article-details.html